ফতেপুর ইউনিয়নে আরও ১শ’ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন সোহরাব

করোনার প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়া আরও ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন।

বুধবার ঝুমঝুমপুর বটতলায় তার নিজ কার্যালয় হতে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

সোহরাব হোসেন বলেন, তার ইউনিয়নে অনেক মানুষ কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছেন। সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা দেয়া হচ্ছে। পাশাপাশি নিজ উদ্যোগে আবারো ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। এই সহায়তায় শেষ নয় সাধ্য অনুযায়ী সহায়তা অব্যহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে নিজ উদ্যোগে গত ১১ এপ্রিল ঝুমঝুমপুর নিজ কার্যালয় হতে ইউনিয়নের ১’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন।