দুই সপ্তাহে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ৯৯৩ জন

ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীরা গত দুই সপ্তাহে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৯৯৩ জন। এদের মধ্যে পুরুষ ৬৭৩ ও মহিলা ৩২০ জন। এর মধ্যে ১৪ দিন কোয়ারেন্টাইনে শেষে বাড়ি ফিরে গেছে ১০১ জন। তবে ৯৯৩ জনের মধ্যে ৩ জন ফিরেছে লাশ হয়ে। তারা চিকিৎসা নিতে যেয়ে মৃত্যুবরণ করেছে। বর্তমানে হোম প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রয়ে ৮৮৯ জন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, সরকার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ঘোষনা দেওয়ার পর এ পথে ভারত থেকে গত ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে ফিরেছে ৯৯৩ জন পাসপোর্ট যাত্রী। বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন গ্রহন করে বিভিন্ন জায়গায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখছে।

বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ডাক্তর মুজিদ বলেন, ভারত থেকে ফেরত যাত্রীদের এখনো করোনা উপসর্গ কোন যাত্রীকে আমরা সনাক্ত করতে পারি নাই। তবে এদের নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত কেউ সেখানে সনাক্ত হয়নি।

ভারত থেকে ফেরত যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে উপজেলা প্রশাসন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদের নিয়ে যাচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য। প্রতিদিন সেনাবাহিনী, বিজিবি , পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা বেনাপোল ইমিগ্রেশন থেকে নিয়ে যায় এসব যাত্রীদের।

শার্শা উপজেলা প্রশাসন সুত্র জানায়, ভারত ফেরত যাত্রীদের খুব সতর্কতার সাথে গ্রহন করে বিশেষ নিরাপত্তার সাথে যশোর বেনাপোল মহাসড়কের গাজির দরগাহ নামক একটি মাদরাসায় নিয়ে রাখা হচ্ছে। সেখানে এদের খাওয়া দাওয়া ও চিকিৎসা ব্যবস্থা সরকারী ব্যবস্থাপনায় করা হচ্ছে।