কেশবপুরে বিরল প্রজাতির হনুমানসহ পশুপাখির মধ্যে খাদ্য বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে হনুমানসহ পশুপাখির মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার কেশবপুরের রামচন্দ্রপুর, মধ্যকূল. শ্রীগজ্ঞ বাজার, উপজেলা এলাকায় হনুমান, কুকুর, বিড়াল ও পাখিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো কলা, বিস্কুট, বাদাম,পাউরুটি খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর জাতীয় পরিষদের সদস্য ও উপজেলা খেলাঘর আসর আহ্বায়ক আব্দুর মজিদ, সদস্য সচীব সৈয়দ আকমল আলী, রমেশ চন্দ্র দত্ত, আবদুল্লাহ আল ফুয়াদ প্রমূখ।