দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজনীয়তা অনুভব করছে ভারত

abdul momen
ফাইল ছবি

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত। একইসঙ্গে দেশটি জানিয়েছে, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রয়োজনীয়তা অনুভব করছে ভারত।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসব কথা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় আজ জানানো হয়েছে।

চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী হিসেবে ভারত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করে।’

জয়শঙ্কর চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত,নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনেই সকলের মঙ্গল নিহিত। মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন জয়শঙ্কর।

এছাড়াও দুই দেশের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে পারস্পারিক অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলেও চিঠিতে লিখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।