যশোরে র‌্যাবের হাতে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ তিনজন গ্রেফতার

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার (১২ আগষ্ট) বিকেলে অভিযান চালিয়ে বেনাপোল কাস্টমস অফিসের সামনে থেকে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে।

এরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামের রুহুল আমীনের ছেলে উজ্জল হোসেন, একই থানার গয়রা গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম হোসেন ও শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শামছুজ্জামান বিশ্বাসের ছেলে কামরুজ্জামান সুমন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস অফিসের সামনে থেকে ৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি খয়েরি রঙের খাম উদ্ধার করে। খামের মধ্যে ৯৬৪ টি জাল স্ট্যাম্প পাওয়া যায়। তাতে বাংলাদেশ কোর্ট ফি লেখা ছিলো। উদ্ধারকৃত কোর্ট ফি’র মূল্য ১৯ হাজার ২শ’ ৮০ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তারা গোপনে জাল রেভিনিউ স্ট্যাম্প ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।