না’গঞ্জে এবার মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, মুয়াজ্জিন আহত

নারায়ণগঞ্জের একটি মসজিদের ওজুর পানির লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মনির (৫৫) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন হাসান (৩৫)।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ২নং বাবুরাইল এলাকার আজমেরি ল্যানের বায়তুল ফালাহ মসজিদে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ওই মসজিদের ওজুর হাউজে কাজ চলছিল। পানি বন্ধ হয়ে যাওয়ায় লোহার রড দিয়ে কাজ করার সময় রডের অপর প্রান্তটি বিদ্যুতের ট্রান্সফর্মারের সঙ্গে লেগে শর্টসার্কিটে স্যানিটারি মিস্ত্রি মনির মারা যান। আহত মুয়াজ্জিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ৩১ জনের মৃত্যু হয়েছে।