কী কারণে নিজেকেই বিক্রির বিজ্ঞাপন দিলেন তিনি

সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে বিজ্ঞাপন দেওয়ার ঘটনা খুবই পরিচিত। আজকাল অনেকেই এরকম বিজ্ঞাপন দিচ্ছেন। যুক্তরাজ্যের এক ব্যক্তিও এরকম সব অ্যাপে বান্ধবীর খোঁজে বিজ্ঞাপন দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধৈর্য ধরেও কোন সঙ্গীর খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে নিজেকেই বিক্রির বিজ্ঞাপন দেন তিনি ফেসবুকে।

জানা গেছে, যুক্তরাজ্যের ব্রিটেনের নর্দ্যাম্পটনশায়ারের বাসিন্দা ওই ব্যক্তির নাম অ্যালান ইয়ান ক্লেটন। ৩০ বছর বয়সী অ্যালান অনেকদিন ধরেই বান্ধবী খুঁজছিলেন। তিনি মন মতো কাউকে পাননি কখনও। এরপর তিনি বান্ধবীর খোঁজে টিন্ডারসহ অন্যান্য ডেটিং অ্যাপের চেষ্টা চালান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়।

পরে ফেসবুকের ‘আইটেম ফর সেল’ পেজে গিয়ে তিনি নিজেকেই বিক্রির বিজ্ঞাপন দেন। তবে সেটা অবশ্যই বিনা মূল্যে। প্রায় দশ বছর ধরে একা থাকা অ্যালান সেখানে লেখেন, ‘হ্যালো ভদ্রমহিলাবৃন্দ, আমার বয়স ৩০ বছর। আমি একজন ভাল মনের নারীর খোঁজে রয়েছি, যে আমার সঙ্গে সারাজীবন থাকবেন। অনেক ডেটিং অ্যাপে চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাইনি। তাই এবার এই উপায়ে চেষ্টা করছি।’‌

মজার ব্যাপার হলো, এই পোস্টের পর অ্যালানের ইনবক্স ভেসে যায় নানা শুভেচ্ছা বাণীতে। অনেকে তার পোস্টটি শেয়ারও করেন। এত সাড়া পেয়ে অ্যালানও আশাবাদী হয়ে উঠেছেন সঙ্গী খুঁজে পাওয়ার ব্যাপরে। অন্যদিকে অ্যালানের পরিবারও চায়, এবার যেন তার অপেক্ষার অবসান হয়। সূত্র : ডেইলি মেইল