যশোর শহরের পিলু খান সড়কে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে পিলু খান সড়কের সৈয়দা ফারজানা পারভিনের নির্মানাধীন তিনতলা বাড়িতে।
নিহত রাকিব উদ্দিন মোল্লা (৩০) চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের রাইচ উদ্দিন মোল্লার ছেলে।
নিহত রাকিব উদ্দিনের সাথে বিল্ডিং নির্মানের কাজে অংশ নেয়া রাজন আহম্মেদ, মোহাম্মদ টিপু, মোহাম্মদ বাবু ও আলতাফ হোসেন জানান, তিনতলা বিল্ডিংএর পলেস্তার এর কাজের জন্য বাঁশ দিয়ে ভেলা তৈরি করছিলেন রাকিব। এ সময় তারা দেখতে পান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ছটফট করছে। পরে তারা রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে৷
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে৷