সাংবাদিক তহীদ মনির মায়ের মৃত্যুতে শোক

sok

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি তহীদ মনির মা সাকিনা ইসহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল ১১টায় খুলনা ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর ৬ ছেলে ও ৩ মেয়ে। এর মধ্যে মুক্তিযুদ্ধের সময় দু’সন্তান হারিয়েছেন।

এদিকে তহীদ মনির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগ্ফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার তহীদ মনির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু তহীদ মনির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।