যশোরের খাজুরায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মিলনমেলা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যশোর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার (অসকস) উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাঘারপাড়ার খাজুরা বাজার তেলপাম্প সংলগ্ন তেলীধান্যপুড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ভোলা।

সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপনির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সভাপতি আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন যশোর জেলা অসকসর উপদেষ্টা আব্দুল গফুর, বাঘারপাড়ার উপদেষ্টা মিজানুর রহমান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মালেক, বাঘারপাড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদুল্লাহ খন্দকার, বন্দবিলা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জামদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আরিফুল ইসলাম তিব্বত, নারকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, প্রবীণ আ.লীগ নেতা রোস্তম আলী মোল্লা, আসাদুজ্জামান চিশতি ও মনিরুল ইসলাম।

সভায় সশস্ত্রবাহিনীর সদস্যদের দাফন বাবদ ১ লাখ টাকা, কোটাসহ সহজ শর্তে সন্তানদের চাকরিসহ ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।