হৃদরোগে আক্রান্ত মালিককে বাঁচালো পোষ্য কুকুর

কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত। এমন উদাহরণের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত মনিবের প্রাণ বাঁচিয়েছে সাদি নামে একটি জার্মান শেপার্ড।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নিউ জার্সির বাসিন্দা ব্রায়ান নামে এক ব্যক্তি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। সেসময় ত্রাতা হয়ে দেখা দেয় তার পোষ্য কুকুর। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ব্রায়ান যাতে অচৈতন্য হয়ে না পড়েন, সেজন্য তার হাত-মুখ চাটতে থাকে সাদি।

এরপর তাকে টেনে-হিঁচড়ে ফোনের কাছেও নিয়ে যায় সে। সাদির এই সাহায্যের পরই চিকিৎসকদের ফোন করতে সক্ষম হন ব্রায়ান। এতেই প্রাণে বেঁচে যান ব্রায়ান।

এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাদির প্রশংসায় পঞ্চমুখ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী লিখেছেন, সাদি তুমি দুর্দান্ত। আরেকজন লেখেন, সাদি সত্যিই তুমি খুব স্পেশাল।