‘আহত বাঘ ভয়ঙ্কর, খেলা হবে’, সভামঞ্চে চ্যালেঞ্জ মমতার

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে পায়ে আঘাত পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায় হুইলচেয়ারে বসে ফের নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

আজ রবিবার স্থানীয় সময় বিকালে কলকাতার হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দেন মমতা। সভামঞ্চে যোগ দিয়েই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। বললেন, আহত বাঘ আরও ভয়ঙ্কর। ভাঙা পায়ে খেলা হবে। বাংলা দখলের চেষ্টাকে নস্যাৎ করতে হবে।

মমতা মুখার্জী বলেন, জীবনে অনেক আঘাত পেয়েছি। অনেক লড়াই পেরিয়ে এসেছি। আপনারা সংযত থাকুন। আমার উপর ভরসা রাখুন। ডাক্তার ১৫ দিন বিশ্রামের কথা বলেছিলেন। কিন্তু এখন বিশ্রাম নিলে চলবে না। শরীরের থেকে মনের যন্ত্রণা বড়। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
মমতা মুখার্জী আরও বলেন, অশুভ শক্তিকে বিনাশ করতে হবে। শুভ শক্তির যেন উদয় হয়। ভাঙা পা নিয়েই আমি ঘুরে বেড়াব। হুইলচেয়ারে করেই সারা বাংলা ঘুরব।