যশোরে ভাইস চেয়ারম্যান বিপুলের নেতৃত্বে কৃষকের পাশে যুবলীগের কর্মীরা

করোনাকালে সংকটে পড়া কৃষকের মাঠের ধান বাড়িতে আনতে সহযোগিতা করছেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি উপজেলার ইছালী ইউনিয়নের কায়েতখালী মাঠে নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কাটেন।

সুবিধাভোগী কৃষক কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, ‘মাঠে ধান পেকে ছিলো। কিন্তু শ্রমিকের অভাবে সেই ধান বাড়িতে আনতে পারছিলাম না। যুবলীগের নেতাকর্মীরা আমার প্রায় দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে। এতে আমার বড় উপকার হলো।’

ভুক্তভোগী আরেক কৃষক আবু কালাম বলেন, ‘মাঠে ধান কেটে রেখেছিলাম। প্রচন্ড গরমে মাঠে একা বেশি সময় কাজ করা যাচ্ছে না। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। তাই কাটা ধান মাঠেই পড়ে ছিলো। আজ যুবলীগের নেতাকর্মীরা আমার ধান বাড়িতে আনতে সহযোগিতা করেছেন। আমি তাদের কাজে অত্যন্ত খুশি।’

যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। করোনাকালে সংকটে পড়ে কৃষকের ধান কাটতে সহযোগিতা করছি। কৃষকের মাঠে ফসল থাকা পর্যন্ত আমাদের এই ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে।’
বিপুলে সাথে এদিন ধান কাটা ও বাড়িতে আনার কাজে অংশ নেন যুবলীগনেতা মারুফুল ইসলাম, আশানুর রহমান, জাবের হোসেন জাহিদ, আহসানুর করিম রহমান, রেযোয়ান হোসেন মিথুন, তছিকুর রহমান রাসেলসহ ১৪ জন নেতাকর্মী।