আরব আমিরাতেই হচ্ছে আইপিএলের বাকি অংশ

করোনার হানায় ৩১ ম্যাচ বাকি থাকতে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

কয়েক দফা এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনার পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে ঠিক কবে থেকে আরম্ভ হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে সব বিদেশি খেলোয়াড়দের দলে পাওয়ার বিষয়টিও রয়েছে অনিশ্চয়তায়। আইপিএলের বাকি অংশে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পাওয়া গেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে শঙ্কা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের ভাবনায় ফেলেছে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিসিসিআই ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হয়ত পাওয়া যাবে। তবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা দেখছি বিষয়টি নিয়ে কী করা যায়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন মৃত্যুপুরীতে পরিণত ভারত, তখন কঠিন বায়ো বাবল সুরক্ষায় চেন্নাই, দিল্লিতে চলছিল আইপিএল।

বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে বিসিসিআই। তবুও করোনাকে উপেক্ষা করে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার প্রত্যয়ে থাকে বিসিসিআই।

পরে একের পর এক ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হলে গত গত ৪ মে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করতে বাধ্য হয় সৌরভ গাঙ্গুলীর বোর্ড। বিরাট অঙ্কের লোকসান এড়াতে এরপর থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য ফাঁকা সময় খুঁজছিল তারা।

অবশেষে টুর্নামেন্টের বাকি অংশের জন্য আরব আমিরাতকেই বেছে নিল ভারতীয় বোর্ড।