চোট নিয়ে মাঠের বাইরে তামিম

tamim iqbal

চোট নিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে খেলতে পারবেন না তামিম ইকবাল। দুই সপ্তাহের জন্য দর্শক হয়ে গেছেন তিনি।

প্রাইম ব্যাংকের ম্যানেজার শিকদার আবুল হাশেম বলেন, ‘তামিম ইকবালের আগেই ডান পায়ের হাঁটুতে চোট ছিল। আজ ব্যাটিং করার সময় আবার ব্যথা অনুভব করে। সামনে যেহেতু জিম্বাবুয়ে সফর, এজন্য আমরা তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাচ্ছি না। তাকে বিসিবির চিকিৎসকদের তত্ত্বাবধায়নে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি তাকে অন্তত ২ সপ্তাহ বিশ্রামে রাখা হবে। সেক্ষেত্রে তো সুপার লিগ আর খেলা হচ্ছে না তামিমের। তবে যদি আমাদের শিরোপার জন্য তাকে প্রয়োজন হয় শেষ ম্যাচে, সেক্ষেত্রে বিসিবির অনুমতি নিয়ে আমরা তামিমকে খেলাব।’

আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বিসিবি চাইছে তামিমকে বিশ্রাম দিতে। এজন্য প্রাইম ব্যাংককে আগেই চিঠি দিয়ে রেখেছে বোর্ড।