রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৪ মৃত্যু

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন এবং নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা যান। মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৪২ জন।

এদের মধ্যে রাজশাহীর ৩০৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৯ জন, নাটোরের ৩২ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গা ও দিনাজপুরের ২ জন রয়েছেন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৮৫টি নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭৭টি নমুনায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ।