পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাবে ইরান, রাশিয়া ও চীন

usa ship
মার্কিন রণতরী।

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে পারস্য উপসাগরে নৌ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে।

চলতি ২০২১ সালের শেষ দিকে অথবা ২০২২ সালের প্রথম দিকে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে। পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুতার বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।

তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত লিভান ডি জাকারিয়ান সোমবার (২৪ আগস্ট) রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

তিনি জানান, যৌথ এই মহড়ায় রাশিয়া ইরান এবং চীনের বেশকিছু যুদ্ধজাহাজ অংশ নেবে। রুশ রাষ্ট্রদূত বলেন, ইরানের চবাহার বন্দর এলাকায় ২০২১ সালের আন্তর্জাতিক সামরিক গেমস অনুষ্ঠিত হবে।

এতে চীন, রাশিয়া ও ইরানের পাশাপাশি ভারত, সিরিয়া এবং ভেনিজুয়েলা অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর ডুবুরি দল প্রতিযোগিতায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে।

এ প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিদল উপস্থিত থাকবে।