পেরুতে বাস খাদে পড়ে ৩২ জনের প্রাণহানি

পেরুর রাজধানী লিমার কাছে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র ৪ দিনের ব্যবধানে তৃতীয় বড় ধরনের দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস জানান, দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ ও ৩ বছরের দুটি শিশুও রয়েছে।

বেঁচে যাওয়া যাত্রীদের তথ্যমতে, একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার সময় এতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি সরু রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।

এর আগে, গত রোববার (২৯ আগস্ট) পেরুর আমাজন নদীতে দুটি নৌকার ধাক্কা লেগে অন্তত ২২ জন প্রাণ হারান। এ ঘটনায় এখনো অজ্ঞাতসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন।