আমি একজন কাশ্মিরি পণ্ডিত: রাহুল গান্ধী

সর্ব ভারতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী দু’দিনের সফরে জন্মু-কাশ্মির রয়েছেন। শুক্রবার সেখানে কংগ্রেস কর্মীদের আয়োজিত এক সভায় তিনি নিজেকে কাশ্মিরি পণ্ডিত বলে দাবি করেন।

তিনি বলেন, আমি একজন কাশ্মিরি পণ্ডিত। আমার পরিবারও কাশ্মিরি পণ্ডিত। রাহুল গান্ধী বলেন, কাশ্মিরি পণ্ডিতদের প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে।

তারা বলেছে- কংগ্রেস তাদের জন্য অনেক কল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করেছে, কিন্তু বিজেপি কিছুই করেনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমার কাশ্মিরি পণ্ডিত ভাইদের জন্য কিছু করব।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সফরের প্রথম দিন ৫১ বছর বয়সী এই নেতা জম্মুর কাটরা থেকে পায়ে হেঁটে বৈষ্ণো দেবী মন্দিরে যান।

সেখানে সাংবাদিকদের তিনি বলেন, আমি এখানে এসেছি মাতাকে প্রার্থনা করতে। এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না। বিজেপি তার মন্দির দর্শন ও এই পদক্ষেপগুলোকে ‘সুবিধাবাদী’ বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে ক্ষমতাসীন দলটি বলেছে, রাহুল গান্ধী খুব সুবিধাজনকভাবে ভুলে গেছেন যে, কাশ্মিরি পণ্ডিতদের দুঃখ কংগ্রেস এবং তাদের সমমনা দলের ‘তুষ্ট করার রাজনীতির’ কারণে। খবর এনডিটিভির।