‘জাতিসংঘ আইনের নয়, অর্থের ভাষা বোঝে’

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-আজিজি বলেছেন, জাতিসংঘ আইনের ভাষা বোঝে না বরং তারা অর্থের ভাষা বোঝে।

তিনি বলেন, সাম্প্রতিক প্রস্তাব পাসের মধ্যদিয়ে তারা এটি দেখিয়ে দিয়েছে যে, এসব প্রস্তাব পাস হয় অর্থের ভিত্তিতে, সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিয়ম-কানুনের কোনো স্থান নেই।

গত বৃহস্পতিবার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের যুদ্ধাপরাধ বিষয়ে তদন্ত কমিটির কাজ আরো দুই বছর বাড়ানোর প্রস্তাব জাতিসংঘে নাকচ হয়ে যায়।

ইউরোপের কয়েকটি দেশ ও কানাডা প্রস্তাবটি তুলেছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ২১টি দেশ, পক্ষে ভোট দেয় ১৮টি দেশ এবং সাতটি দেশ ভোটদানে বিরত ছিল। এছাড়া, ইউক্রেন ভোট দেয়ার জন্য নিবন্ধনই করে নি।

প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ার পর কায়রোর মানবাধিকার গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান তার সমালোচনা করে বলেছে, সৌদি আরবের জোরদার লবিংয়ের কারণে প্রস্তাবটি পাস হতে পারে নি। পার্সটুডে