১০ হাজার লোক নেবে ফেসবুক

facebook

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ১০ হাজার জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক।

সোমবার ফেসবুকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। তারা ‘মেটাভার্স’ নামের প্রযুক্তি নিয়ে কাজ করবেন। খবর এএফপির।

মেটাভার্স হলো ইন্টারনেটের মাধ্যমে ভার্চ্যুয়াল রিয়েলিটিকে উপভোগ করার একটি পদ্ধতি। এই প্রযুক্তিকে ভবিষ্যৎ বলে মনে করছে ফেসবুক।

মেটাভার্স প্রযুক্তিতে ভার্চ্যুয়াল রিয়েলিটি চশমা ব্যবহারের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যোগাযোগ করা সম্ভব হবে। এ প্রযুক্তি এতটাই নিখুঁত হবে যে ব্যবহারকারীদের মনেই হবে না তারা ঘটনাস্থলে সশরীর উপস্থিত নেই।

এক পোস্টে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, মেটাভার্সের মাধ্যমে নতুন সব সৃজনশীল, সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনার দরজা খুলে যেতে পারে।

আর শুরুতে ইউরোপের বাসিন্দাদের হাত ধরেই এটি গড়ে উঠবে। আগামী পাঁচ বছরের জন্য চাকরির এই সুবর্ণ সুযোগ পাবেন ইইউভূক্ত দেশগুলোর নাগরিকরা, বিশেষ করে যারা ‘উচ্চ দক্ষতাসম্পন্ন প্রকৌশলী’।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে একটি বিশাল ভোক্তা বাজার, শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং সেরা মানের মেধাবীরা রয়েছেন। এ সুবিধার কারণে এসব দেশ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের ক্ষেত্রে দারুণ একটি জায়গা।