ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জন হাসপাতালে

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরে একজন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ১০৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২ জন ঢাকার বাইরের বাসিন্দা।

বর্তমানে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৭ জন ঢাকার বাইরের। গত বছর সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা গেছেন ১০৫ জন।