ইউক্রেন সীমান্তের কাছে দেড় লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে পশ্চিমা বিশ্বের শঙ্কা, যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
এর মধ্যে ইউক্রেন জানিয়েছে, তারা জরুরি অবস্থা ঘোষণা করবে। দেশটির নিরাপত্তা পরিষদ এই সিধান্ত নিয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ বলেন, প্রত্যক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হবে শুধু দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া।
তিনি জানান, এই জরুরি অবস্থা প্রাথমিকভাবে ৩০ দিন স্থায়ী হবে। তবে এই প্রস্তাব ইউক্রেনের পার্লামেন্টে পাস হতে হবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেন ভ্লাদিমির পুতিন।
এই দুই অঞ্চলে ইতোমধ্যে রুশপন্থী বিদ্রোহী ও ইউক্রেন সেনাবাহিনী যুদ্ধাবস্থায়। এদিকে, বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ইউক্রেনে রাশিয়ার পুরোমাত্রার হামলা সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে। তথ্যসূত্র: বিবিসি।