এবার সাইবার হামলার শিকার ইউক্রেন

hackers cyber attack

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার পরপরই ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়ে যায়।

এই দিন ভোর থেকেই উক্রেন সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ‘ডাউন’ হয়ে যেতে দেখা যায়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের সংশ্লিষ্ট সংস্থাগুলো আগে থেকেই সাইবার হামলা মোকাবিলা করে আসছিল। ভোরে ইউক্রেনের একাধিক মন্ত্রণালয়ের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র, অবকাঠামো, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট সাইবার হামলা-সংশ্লিষ্ট সমস্যার মুখোমুখি হয় বলে জানা যায়।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলার শিকার হয়। ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এ দাবি করে।

তবে এজন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের দু’টি যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে দাবি করছে রাশিয়া-স্বীকৃত লোহানেস্ক প্রজাতন্ত্র।

‘সুখো-২৪’ নামের দু’টি বিমান ভূপাতিত করেছে বলে দাবি তাদের। লোহানেস্কের পুলিশ বিভাগের বরাতে দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। তবে পাইলটরা জীবিত আছেন কিনা তা এখনও জানা যায়নি।