ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব ফিরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনে অব্যাহত রুশ হামলার মুখে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারকে ওই প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেছেন, তিনি নিজ দেশেই অবস্থান করবেন। খবর এনডিটিভির।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সানডে টাইমসকে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি একজন অসাধারণ ব্যক্তি।

জেলেনস্কি এটি প্রমাণ করেছেন যে, তিনি একটি প্রেরণার নাম। জনসন বলেন, জেলেনস্কি ও তার পরিবারকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তিনি জেলেনস্কি এ বিষয়ে পরিস্কার জানিয়ে দিয়েছেন যে,

তার দায়িত্ব ইউক্রেনের জনগণকে রক্ষা করা, তাদের পাশে দাঁড়ানো। তিনি সেখানে থেকে তাদের দেখভাল করতে চান। আমি তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয়।