ইউক্রেনে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলা হয়েছে

head of who Tedros Adhanom

ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, বেসামরিক স্থাপনার পাশাপাশি রাশিয়া স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও হামলা চালাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডকে কোনভাবেই মেনে নেয়া যায় না। এদিকে সংস্থাটি অবরুদ্ধ মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত ডব্লিউএইচও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ১০৩টি হামলার ঘটনা যাচাই করেছে।

এসব হামলায় ৭৩ জন নিহত ও ৫১ জন আহত হয়েছে। এদের মধ্যে স্বাস্হ্যকর্মী ও রোগী রয়েছে। তিনি এ ধরনের হামলাকে একটি ‘ভয়ানক মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।

খবরে বলা হয়, নিশ্চিত করা এসব হামলার মধ্যে ৮৯টি ঘটে স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থাপনার ওপর এবং বাকি হামলার বেশির ভাগই অ্যাম্বুলেন্সসহ পরিবহন সেবা লক্ষ্য করে চালানো হয়।

ডব্লিউএইচও প্রধান বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এমন অব্যাহত হামলার আমরা নিন্দা জানাই।’ তিনি আরো বলেন, এসব হামলা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়ায় রাশিয়াকে দায়ী করেছে। সেখানে ‘হাজারো’ মানুষের নিহত হওয়ার প্রমাণ আড়াল করতেই মস্কো এমন পদক্ষেপ নেয় বলে জেলানস্কি উল্লেখ করেন।

অন্যদিকে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

সফরে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। তবে সফরকালে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সে ব্যাপারে স্পষ্ট করে এখনো কিছু জানা যায়নি।

মূলত ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানাতেই এই সফর। শুরু থেকেই দেশটির সরকার ও জনগণের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার অভিযানের পর এই প্রথম কোনো ইইউর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কিয়েভ সফরে যাচ্ছেন।

কিয়েভের আশপাশ থেকে রুশ বাহিনী চলে যাওয়ায় আবারও নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। শহর গুলোতে রাশিয়ার হামলার ধ্বংসযজ্ঞ স্থাপনা অপসারণ করা হচ্ছে।

রাশিয়া জানিয়েছে, তাদের বাহিনী এখন ইউক্রেনের পূর্ব দিকে নজর দেবে। রাশিয়া ইউক্রেনের ডনবাসে নতুন করে হামলা চালানোর প্রস্ত্ততি নিচ্ছে বলে অভিযোগ করেছে জেলেনস্কির সরকার।