পাকিস্তানে পৃথক হামলায় সেনাসহ নিহত ৮

পাকিস্তানের খাইবারপাখতুনখাওয়া প্রদেশে পৃথক হামলায় শিশু ও সেনাসদস্যসহ আটজন নিহত হয়েছেন। রোববার (১৫ মে) এ হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি রয়েছেন। নিহত শিশুদের বয়স ৪ ও ১১।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি বিবৃতিতে জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে তিন সেনাসদস্য নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, আত্মঘাতী ওই বোমা বিস্ফোরণে তিন সেনা ছাড়া আরও তিন শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে পাকিস্তানের পেশোয়ারে আজ রোববার এক বন্ধুকধারীর অতর্কিত গুলিতে শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সরবন্দ থানা এলাকায় ঘটেছে।

তবে এ সব হামলার দায় কেউ স্বীকার করেনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন।