শনিবার ব্যাংক খোলা রাখতে ব্যাংকের গভর্নরকে চিঠি

 

আগামী শনিবার (১১ জুন) হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মূলত হজযাত্রীদের টাকা সৌদি আরবে পাঠানোর সুবিধার্থে এ অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৮ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। সেই লক্ষ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলো তাদের নিবন্ধিত হজযাত্রীর প্রয়োজনীয় অর্থ সৌদি আরবে পাঠানোর কার্যক্রম চলমান আছে, যা আগামী ১১ জুন (শনিবার) সরকারি ছুটির দিনেও চলমান থাকবে।

 

তাই সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো আগামী ১১ জুন (শনিবার) খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।