যশোরে ১২ মামলার রায়ে ছয় আসামির কারাদন্ড ও ৩৭ লাখ টাকা অর্থদন্ড

 

যশোরে আলাদা আলাদা ১২টি মামলায় রায় ঘোষনা করেছে যশোরের যুগ্ম দায়রা জজ আদালত। রায়ে ৬ মামলায় ৬ অভিযুক্তকে খালাশ ও অপর ৬ মামলায় ৬জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৩৭ লাখ পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি ভীশসেন দাশ।

আদালত জানিয়েছে,জেলার বাঘারপাড়া উপজেলার হলদা গ্রামের মৃত জিন্দার মোল্লার ছেলে আনোয়ার হোসেন জাহিদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও সাতলাখ টাকা অর্থদন্ড, যশোর সদর শহরের উমেশ চন্দ্র লেনের মনির উদ্দিনের ছেলে মোকসেদ উদ্দিন বাপ্পীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৫ লাখ টাকা অর্থদন্ড , দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজারের আরশাদ আলীর ছেলে মোরশেদ আলীর নয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও চার লাখ পাঁচ হাজার টাকা অর্থদন্ড, দিনাজপুর জেলার নয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মান্না মিয়ার এক বছরের বিনাশ্রম কারাদন্ড ১৭ লাখ টাকা অর্থদন্ড, যশোর শহরের মিশন রোডের আব্দুল হামেদের ছেলে ইসলাম মিয়াকে নয় মাসের বিনাশ্রম কারাদন্ড চার লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। আসামিরা সবাই পলাতক রয়েছেন। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মাগুরা পুলিশ লাইন এলাকার আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাসের এক বছরের সাজা প্রদান করে ১০ শর্তে প্রবেশনে মুক্তি দেয়া হয়। বাকি ৬মামলায় ৬আসামির খালাশ প্রদান করেছে আদালত।