যশোরের বেজপাড়ায় ইজিবাইক চালককে ছুরিকাঘাত

 

যশোর শহরের বেজপাড়া কবরস্থান মোড়ে অমিত হাসান (২৫) নামে এক ইজিবাইক চালক ছুরিকঘাতের শিকার হয়েছেন। দাবিকৃত এক হাজার টাকা না দেয়ার কারণে তার প্রতিপক্ষ দুর্বৃত্ত্ব তাকে ছুরিকাঘাত করেছে বলে তিনি জানিয়েছেন।

অমিত হাসান জানিয়েছেন, জুম্মার নামাজের পর তিনি তার ইজিবাইক নিয়ে বেজপাড়া কবরস্থান মোড়ে এসে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই এলাকার ফজলুল হকের ছেলে বাপ্পী তার কাছে এসে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এক পর্যায়ে ১ হাজার টাকা দাবি করে অমিত হাসানের কাছে। তিনি টাকা দিতে অস্বীকার করলে বাপ্পী তার পায়ে ও পিঠে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। ছুরিকাঘাতের শিকার অমিত হাসান শহরের শংকরপুর এলাকার খোকন মোল্লার ছেলে।

স্থানীয় লোকজন জানিয়েছে, টাকা চাওয়ার ঘটনা সঠিক কি-না সন্দেহ আছে। আমিতের বাড়ি শংকরপুরে হলেও সে থাকে মুড়লী এলাকায়। বাপ্পী তার পূর্ব পরিচিত মূলত কী কারণে ছুরিকাঘাত তা কেউ কিছু বলতে পারেনি।