যশোরের ঝিকরগাছায় অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

পল্লীতে ইমরান হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কুলবাড়িয়া গ্রাম এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমরান শার্শা উপজেলার রামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের সায়েম হোসেনের ভায়রার ছেলে।

ভুক্তভোগি ছাত্রী ও স্থানীয়রা জানান, ইমরান পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে ঝিকরগাছার জগনন্দকাটি গ্রামে তার খালুর বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি দীর্ঘদিন বসবাসের ফলে পার্শ্ববর্তী কুলবাড়িয়া এলাকার এক ছাত্রী সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

বৃহস্পতিবার রাতে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে সে বিয়ে করতে অস্বীকার করে। বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাবাসী তাকে ওই রাতেই আটকে দেয়। তার নানা শার্শার টেংরা গ্রামের হোসেন সরদার ও তার খালু স্থানীয় গ্রাম্য মাতব্বরদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে রাতের আঁধারেই ছাড়িয়ে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

এবিষয়ে ইমরানের নানা হোসেন সরদার বলেন, মেয়েটার ভবিষ্যতের জন্য আমরা টাকা দিয়েছি। মেয়েটার পরিবার টাকা না পেলে আমরা কি করবো।

এব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, আমরা কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।