যশোরে সাবেক এমপি এ্যাড রওশন আলী ও খান টিপু সুলতানের শাহাদাৎ বাষিকি পালন

jessore map

 

যশোরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জেলা আওয়ামী লীগের প্রায়াত দুই প্রাবাদ পুরুষ সাবেক সভাপতি,সাবেক সংসদ সদস্য, এ্যাডভোকেট রওশন আলী ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট খান টিপু সুলতানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও দুস্ত অসহায় মানুষের মাঝে তাবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে প্রেসক্লাব হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ্ব আসাদুজামান মিঠুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. জহুর আহমেদ, যুগ্ম সম্পাদক এড. মনিরুল ইসলাম মুনির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক প্রয়াত রওশন আলির ছেলে এড আবু সেলিম রানা, সদস্য প্রয়াত টিপু সুলতানের ছেলে সুলতান সাদাব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম, রাফেদ রেজা রতন, প্রদীপ দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, মুক্ত খান, নাজমুল হোসেন, এম এইচ সোহাগ, শহর স্বেচ্ছাসেবক লীগের রবিউল ইসলাম, সাঈদ হোসেন, ফারুক, ইমন, আজমাঈন, ইভেন, অনিক প্রমুখ।

স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাঃ আব্দুল হাই সিদ্দিকী।