যশোরে ২৫ আগস্ট হরতাল সফল করতে লিফলেট বিতরণ 

 

বাম গণতান্ত্রিক জোট আগামী ২৫ আগস্ট সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে এই হরতাল আহবান করা হয়েছে। হরতাল সফল করতে রোববার যশোর শহরে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

 

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বামজোটের নেতা অ্যাড. আবুল হোসেন, অ্যাড. আমিনুল ইসলাম হিরু, জিল্লুর রহমান ভিটু, তসলিম-উর-রহমান, বিথিকা সরকার প্রমুখ।

 

জিল্লুর রহমান ভিটু বলেন, আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছি। আশা করছি বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরবাসী এই হরতাল সমর্থন করবেন।