যশোরে জমি দখলের চেষ্টায় হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা

mamla rai

জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী চিহ্নিত সন্ত্রাসীরা সদর উপজেলার রহেলাপুর সরদারপাড়া গ্রামের এক বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় শনিবার ২৭ আগস্ট রাতে কোতয়ালি থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেন, ওই গ্রামের মুনসুর আলী বিশ^াসের ছেলে মিজানুর রহমান খোকা বাবু। মামলায় আসামীরা হচ্ছে, প্রতিবেশী ইয়াকুব আলী সরদারের ছেলে আব্দুল্লাহ আল কাফি ওরফে সোহাগ, আমিনুর রহমান,কামারুল ইসলাম, ইয়াকুব আলী সরদারের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম,মৃত রাজিব মাহমুদ মন্টুর ছেলে সাকিব মাহমুদ, মুসফিকুর রহমানের স্ত্রী সেলিনা বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

মামলায় মিজানুর রহমান খোকা বাবু উল্লেখ করেন, আসামিরা সন্ত্রাসী ও দাঙ্গাবাজ। আসামীদের সাথে বাদীর বসত ভিটার জমি নিয়ে বিরোধ থাকায় তারা প্রতিনিয়ত সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বাদি ও বাদির পরিবারের সদস্যদের সাথে গোলযোগ করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদির জমিতে থাকা গাছ কেটে নেয়। জোরপূর্বক পুকুর থেকে মাছ ধরে নেয়। আসামিদের জবর দখলের প্রতিবাদ করলে তারা খুন করার হুমকী দিয়ে মারপিট করার জন্য উদ্যত হয়। বসত ভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৪ আগস্ট বিকেল পৌনে ৬ টায় উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা আসামিরা বাদির বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে বাদির বাড়ির সীমানার মধ্যে তারা জমি পাবে দাবি করে বাদির বাড়ির মধ্যে থাকা বিছালীরাখা টিনশেড ঘর ভাংচু করে।

ওই সময় বাদির স্ত্রী মোছাঃ সেলিনা বেগম, বাদির পিতা মুনসুর আলী বিশ্বাস ছেলে হাসনাত ও মাতা মোছাঃ রোকেয়া বেগম আসামিদের প্রতিরোধ করার চেষ্টা করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে এক যোগে আক্রমন করে খুন করার হুমকী দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে। বাদির স্ত্রীর পরিধেয় কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। বিছালী রাখার ঘর ভাংচুর করে ১০ হাজার টাকা ক্ষতি সাধন করে।

জমিতে থাকা প্রায় ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও ঘর ভাংচুর করে ৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। বাদি ও তার পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকী দিয়ে গাছ ও টিন নিয়ে স্থানত্যাগ করে। বাদিসহ তার পরিবারের লোকজনকে স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা করে গন্যমাধ্য ব্যক্তিবর্গের জানিয়ে কোন সুফল না পেয়ে থানায় মামলা করেন।