ফুটবল যোদ্ধা আব্দুল হাকিমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

jessore map
স্বাধীন বাংলা ফুটবল দল ও জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আব্দুল হাকিম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। জীবন যুদ্ধে পরাজিত হয়ে শনিবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফুটবল যোদ্ধা শেখ আব্দুল হাকিম। তিনি দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। শেখ আব্দুল হাকিম যশোর জেলা দল, ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে দিলকুশা, বিআইডিসি/ বিজেএমসি, ওয়ান্ডার্স, এবং বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় এ বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা যায় উপশহর এ ব্লক মসজিদে আসরবাদ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং উপশহর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নে আব্দুল হাকিমকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় যশোর জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ফুটবল এসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব যশোর, যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন। এদিকে শেখ আব্দুল হাকিমের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এবিএম আখতারুজ্জামন, সাচ্চু ফুটবল কোচিং সেন্টারের সভাপতি কাওসার আলী প্রমুখ।