যশোরে স্বল্প মূল্যে চাল বিক্রির ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় যশোরেও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চাল বিক্রির ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহসপতিবার সকাল ৯ টায় যশোর শহরের রেল রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।

জেলা প্রশাসক জানান, খোলা বাজার থেকে বেশি দামে চাল কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে যশোরে প্রতিদিন ৩০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হবে। ওএমএস ডিলারদের মাধ্যমে যশোর পৌরসভার ১৪টি স্থানে প্রতিদিন ২২ মেট্রিকটন, মণিরামপুর, কেশবপুর, নওয়াপাড়া, বেনাপোল, ঝিকরগাছা, বাঘারপাড়া ও চৌগাছা পৌরসভার ২৬ টি স্থানে প্রতিদিন ৫০ মেট্রিকটন এবং শার্শা উপজেলার দু’টি স্থানে চার মেট্রিকটন করে চাল বিক্রি করা হবে। সাধারণ মানুষের পাশাপাশি এবার টিসিবির কার্ডধারীরাও এই চাল কেনার সুযোগ পাচ্ছেন। একজন একদিনে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন।

তিনি আরো বলেন, ওএমএসের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে কার্ডধারী ১ লাখ ৫ হাজার ৬৫৫ জন ১৫ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। একজন কার্ডধারী মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল পাবেন।
এদিকে স্বল্পমূল্যে চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে তারা চালের পরিমাণ বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।