যশোরে উঠতি বয়সের শিশুসহ ছয় যুবক দু’টি ধারালো চাপাতিসহ গ্রেফতার

jessore atok map

চাঁচড়া ফাঁড়ি পুলিশ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ও দু’টি চাপাতি নিয়ে অবস্থানকালে এক শিশুসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বুধবার ৩১ আগষ্ট রাতে শহরের রেলষ্টেশনের পাশে রুপসা হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, যশোর শহরের বারান্দীপাড়া (নাথপাড়া) গ্রামের কুমারেশ চন্দ্র সাহার ছেলে কপিল চন্দ্র সাহা, বেজপাড়া টিবি ক্লিনিক (আনছার ক্যাম্পের পশ্চিম পাশের্^) মৃত রুহুল আমিনের ছেলে ইমন মোল্যা, চাঁচড়া চেকপোষ্ট এলাকার মৃত আশরাফ হোসেনের ছেলে রাকিব হোসেন, মুরগী ফার্মগেট এলাকার (বকুলের বাড়ির ভাড়াটিয়া) মৃত রবিউল ইসলামের ছেলে আব্দুল জব্বার, মুরগী ফার্মগেট (শংকরপুর) এলাকার দাউদ হোসেনের ছেলে জিসান হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু শহরের আশ্রম রোড এলাকার বাবু রহমানের ছেলে মিজানুর রহমান (১৭)। এ ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ীর এসআই আনিছুর রহমান জানান, বুধবার ৩১ আগষ্ট রাত সোয়া ৮ টার পর গোপন সূত্রে খবর পান শহরের রেলষ্টেশনের পাশে রুপসা হোটেলের সামনে রেলষ্টেশন থেকে রাসেল চত্বর গামী রাস্তায় উঠতি বয়সের যুবক ও যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। ওই খবরের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা যুবকেরা দৌড়ে পালানোর চেষ্টা করে সাথে থাকা ফোর্সের সহায়তায় শিশুসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় যুবক কপিল চন্দ্র সাহা ও আব্দুল জব্বারের হাতে থাকা ধারালো স্টীলের তৈরী চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত ৫ যুবক ও শিশুকে আদালতে সোপর্দ করা হয়েছে।