যশোরে রায় বাহাদুর যদুনাথ মজুমদার স্মরণ উৎসব এর আয়োজন

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির প্রাণপুরুষ রায় বাহাদুর যদুনাথ মজুমদার ১৬৩ তম জন্ম ও ৯০ তম মৃত্যু দিবস উপলক্ষে স্মরন উৎসবের আয়োজন করেছে যশোর ইনস্টিটিউট।
আগামীকাল রোববার থেকে সাত দিনব্যাপী এ স্মরন উৎসব শুরু হবে।
 আজ সকালে যশোর ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের নেতৃবৃন্দ এই তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক রওশনারা রাসু, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ মোরশেদ, আজাহার হোসেন স্বপন,মুস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ।
 এই সরল উৎসবে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ লাঠি খেলা, মোরগ লড়াই, কবিতা পাঠ ও আবৃতি এবং সংবর্ধনা। আগামী ৩০ অক্টোবর এই স্মরণ উৎসবের সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান এই স্মরন উৎসবের সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা সম্পন্ন করেছে। এ স্মরন উৎসবের উদ্বোধন করবেন রায়বাহাদুর যদুনাথ মজুমদার পরিবারের কনিষ্ঠতম সদস্য কবি ও সাহিত্যিক ডাক্তার গৌরব দীপ ভট্টাচার্য