যশোরে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক

jessore atok map

মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোর ও নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৪শ পিচ ইয়াবা ও ৩শ ২০ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে চৌগাছা উপজেলার নারায়নপুর দক্ষিণপাড়া বর্তমানে শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের (শ্বশুর নুরইসলামের বাড়ি) মৃত হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৮) শহরতলরি শেখহাটি মসজিদ মোড়ের মৃত সদর আলী মোল্লার মেয়ে নুরুন্নাহার (৫৫) ও সদরের চাউলিয়া পশ্চিমপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যশোর অফিসের উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝুমঝুমপুর চান্দের মোড়ের জাহিদুলের বাড়ির রসত ঘরের তোষকের নিচ থেকে সাড়ে ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জাহিদুলকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অপর একটি টিম আগের দিন শনিবার দুপুরে শেখহাটি মসজিদ মোড়ে সদর আলীর বাড়িতে অভিযান চালিয়ে নুরুন্নাহারের ঘর থেকে ১ম ৩০ গ্রাম গাঁজাসহ নুরুন্নাহারকে আটক করা হয়। একই দিন শনিবার বিকেলে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের বস ভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজা বেচাকেনার সময় সাইদুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।