যশোরে ছুরিকাহতের ঘটনায় মামলা, সন্ত্রাসী গ্রেফতার

jessore atok map

মুদী দোকানের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিবেশী দোকান্দার কর্তৃক গালিগালাজ হামলা গৃহবধূ আখিরোন নেছা (৪০) কে মারপিট ছুরিকাহত করেছে। এ সময় ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা ও গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলতাহানীর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ১ ডিসেম্বর রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার চাউলিয়া মধ্যপাড়ার ইসার আলী বিশ্বাসের মেয়ে মোছাঃ রুপা খাতুন। মামলায় আসামী করেন,প্রতিবেশী দোকান্দার মৃত তোফাজ্জেল মোল্যার ছেলে আহাদ আলী মোল্যা। পুলিশ আহাদ আলী মোল্যাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।

বাদি রুপা খাতুন মামলায় উল্লেখ করেন, বাদির বসত বাড়ি সংলগ্ন চায়ের দোকানসহ মুদি দোকানের ব্যবসা আছে। প্রতিবেশী আহাদ আলী মোল্যার বাড়ির সাথে দোকান আছে। উক্ত দোকানের ব্যবসাকে কেন্দ্র করে আহাদ আলী বিশ^াসের সাথে বাদির পরিবারের শত্রুতা চলে আছে। ওই বিরোধের জের ধরে বাদির মাতা আখিরোন নেছা যাতে উক্ত দোকানে ব্যবসা করতে না পারে বিবাদী প্রায় সময় খুন জখমের হুমকী দেয়। উক্ত বিরোধের জের ধরে আহাদ আলী বিশ্বাস ধারালো চাকু নিয়ে বৃহস্পতিবার ১ ডিসেম্বর সকাল ১০ টায় বাদির মায়ের দোকানের সামনে এসে তার মা আখিরোন নেছাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

বাদির মাতা গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী দোকানের মধ্যে ঢুকে আখিরোন নেছাকে এলোপাতাড়ীভাবে কিল,ঘুষি,চড় থাপ্পড় ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আহাদ আলী বিশ^াস বাদির মাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় দোকানের ক্যাশ বাক্স হতে নগদ ৫০ হাজার টাকা আখিরোন নেছার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার সময় ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদী বাদির মাকে প্রকাশ্যে খুন জখমের হুমকী দিয়ে স্থান ত্যাগ করে। আখিরোন নেছাকে গুরুতর জখম অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।