মহেশপুরে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর মহিলা কলেজ পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ৪ টি পেট্রোল বোমা ও ৩ টি ককটেল উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ।রোববার গভীর রাতে মহিলা কলেজ পাড়ার আলহেরা দাখিল মাদ্রাসা সংলগ্ন ইউনুস সিদ্দিকের বাড়ির পাশের পাঁকা রাস্তা থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

মহেশপুর থানা সূত্রে জানাগেছে,রোববার রাত ২ টার সময় একটি ফোন কল থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মহেশপুর কলেজপাড়া থেকে একটি লাল ব্যাগে থাকা উক্ত ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করে থানা পুলিশ।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, তারা খবর পেয়ে উক্ত ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করে ৪ টি পেট্রোল বোমা ও ৩ টি ককটেল দেখতে পায়।

মহেশপুর থানার চৌকস টিমের এসআই আসাদ, এসআই সাইদুর, এসআই মাহমুদ, এসআই সুব্রত সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪এর (খ)ধারায় মামলা হয়েছে। যার নং-১৩,তারিখ-৫/১২/২২ইং।