দেবর-ভাবি এক ম‌ঞ্চে, অভিমান ভুলে জাপায় ঐক্যের ডাক রওশনের

পদ-পদবি নিয়ে যত দ্বন্দ্বই থাকুক, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) যা‌তে ভা‌লো ফল কর‌তে পা‌রে, সে জন‌্য মান-অভিমান ভুলে দলকে ঐক‌্যবদ্ধ রাখার ঘোষণা দিয়ে‌ছেন দল‌টির প্রধান পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদ। জাপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে রোববার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমা‌বে‌শে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে দলকে ঐক‌্যবদ্ধ রাখার প্রত্যয় ব‌্যক্ত করেন বিরোধী দলের এ নেতা। এ সময় তাঁর পা‌শে ছি‌লেন জাপা চেয়ারম‌্যান জি এম কা‌দের।

ঠিক তিন বছর পর দেবর-ভা‌বি এক ম‌ঞ্চে উঠ‌লেন। দ‌লের নেতৃত্ব নি‌য়ে গত ক‌য়েক মাস ধ‌রে তাঁ‌দের বি‌রোধ চর‌মে। রওশনপ‌ন্থি‌দের মামলায় আদাল‌তের নি‌ষেধাজ্ঞায় প‌ড়ে দলীয় চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব পালন কর‌তে পার‌ছেন না জি এম কা‌দের। প্রতিষ্ঠাবা‌র্ষিকীর অনুষ্ঠান ম‌ঞ্চে থাক‌লেও বক্তৃতা ক‌রে‌ননি তিনি।

রোববারের সমা‌বে‌শে সভাপ‌তিত্ব ক‌রেন জাপা মহাস‌চিব মুজিবুল হক চুন্নু। বক্তৃতা ক‌রেন দল‌টির সিনিয়র কো-চেয়ারম্যান ব‌্যা‌রিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত স‌চিব ফখরুল ইমাম, সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভুঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা। ম‌ঞ্চে উপ‌স্থিত ছি‌লেন রওশনপুত্র রাহগীর আল মা‌হি এরশাদ সাদ। পাশাপাশি বসেন রওশন এরশাদ ও জি এম কাদের।

জি এম কা‌দের বিএন‌পির সু‌রে কথা বল‌ছেন- এই কারণ দে‌খি‌য়ে তাঁকে নেতৃত্ব থে‌কে সরা‌তে গত ৩১ আগস্ট দলের কাউন্সিল ডা‌কেন রওশন। পাল্টা হি‌সে‌বে রওশন‌কে বি‌রোধীদলীয় নেতার পদ থে‌কে সরা‌তে চেষ্টা করেও ব‌্যর্থ হন জি এম কা‌দের। গত ১৩ ডি‌সেস্বর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে দেখা ক‌রেন রওশন। বৈঠ‌কে জি এম কা‌দের‌কেও ডে‌কে নেন প্রধানমন্ত্রী। গত ২৫ ডি‌সেম্বর রওশ‌নের বাসায় গি‌য়ে তাঁ‌কে প্রতিষ্ঠ‌াবা‌র্ষিকীর অনুষ্ঠা‌নে উপস্থিত থাক‌তে আমন্ত্রণ জানান জি এম কা‌দের।