নিহত সেনাদের পরিবারকে যে পরিমাণ অর্থ সহায়তা দেবে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে অর্থ সহায়তার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ডিক্রি অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে ৫০ লাখ রুবল (৮১ হাজার ৫০০ ডলার) দেওয়া হবে। আহত সেনাদের দেওয়া হবে ৩০ লাখ রুবল।

মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন এ ডিক্রিতে স্বাক্ষর করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর দিনটি থেকে এ পর্যন্ত এই যুদ্ধে হতাহতদের ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে রয়টার্স জানিয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় শতাধিক রুশ সেনা হামলার চরম প্রতিশোধ নিয়েছে রাশিয়া। এবার পাল্টা হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে হত্যার দাবি করল দেশটি।

রাশিয়ার সেনারা মঙ্গলবার দোনেৎস্ক এলাকার ক্রামাতর্স্ক শহরেও হামলা চালান। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রামাতর্স্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩০ জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হন। দ্রুজকোভকা রেলস্টেশনে রুশ হামলায় ১২০ জন ইউক্রেনের সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়া সেনারা অন্তত ৯টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।