পূর্বশত্রুতার কারণে একদল সন্ত্রাসী যশোর সদরের রঘুরামপুর গ্রামে আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুলের খামার অফিসে ঢুকে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় ১০ দিন পর মামলা হয়েছে। চেয়ারম্যান শাহারুলের ম্যানেজার রঘুরামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে লালু (৩২) তিনজনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামি করে ১৪ ফেব্রুয়ারি মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে সদরের বিপতেঙ্গালী গ্রামের লিয়াকতের ছেলে রাসেল (৩৪) মোসলেমের ছেলে সাগর (৩৫) শহরতলীর ধর্মতলার হানিফ পালোয়ানের ছেলে বাবু ওরফে ছোট বাবু (৩৫)।
মামলায় লালু বলেন, চেয়ারম্যান শাহারুলের ম্যানেজার হিসেবে রঘুরামপুরের খামার দেখাশুনা করি। ৫ ফেব্রুয়ারি আসামিরা অস্ত্র শস্ত্র নিয়ে খামারে ঢোকে। তারা চেয়ারম্যান শাহারুলকে খুঁজতে থাকে। না পেয়ে আসবাব পত্রসহ বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে ৮০ হাজার টাকা ক্ষতি করে। আসামিরা চেয়ারম্যান শাহারুলের ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে ২ লাখ ২০ হাজার ৩শ ৫৫ টাকা নিয়ে নেয়। আমি ঠেকানোর চেষ্টা করলে আসামিরা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে।
কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার ডান হাতের কনিষ্ট আঙ্গুলে লেগে আঙ্গুল কেটে পড়ে যায়। ঘটনা দেখে অফিসে থাকা আলীম, সাকাওয়াত আলী, জুম্মান শেখ ও রফিকুল ঠেকানোর চেষ্টা করলে আসামিরা জিআইপাইপ দিয়ে মাথায় আঘাত করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম হাতে লাগে। আলীম মাটিতে পড়ে গেলে লুঙ্গির কোছর থেকে ১৩শ টাকা নিয়ে নেয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।