যশোরের অভয়নগরে গাছের ডাল মাথায় পড়ে সালাউদ্দিন লস্কর নামে এক শ্রমিক মারা গেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন লস্কর উপজেলার শ্রীধরপুর গ্রামের আবুল হোসেন লস্করের ছেলে। তিনি পেশায় একজন গাছকাটা শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সুনীল কুমারের বাড়ি পাশে পুকুর পাড়ে দুই শ্রমিক একটি গাছের ডাল কাটার কাজ করছিলো। একজন শ্রমিক ডাল কাঁটছিলেন এবং অপর শ্রমিক সালাউদ্দিন লস্কর নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় গাছের কাটা ডাল নিচে পড়লে তার একটি অংশ ছিটকে গিয়ে সালাউদ্দিনের মাথা লাগে। উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে জানান, তার বাবা গাছকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। গাছের ডাল মাথায় পড়ে তার বাবার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করবেন না।
এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মোল্লা বলেন, গাছের ডাল মাথায় পড়ে সালাউদ্দিন লস্কর নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।