যশোরে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

গভীর রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া নামকস্থানে দেশী তৈরী পাইপগান ২রাউন্ড গুলিসহ সন্ত্রাসী শাকিল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হাচান মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী রাত আনুমানিক পৌনে ১টায় ওই ইউনিয়নের শুভেচ্ছা সিনেমা হল সংলগ্ন পুরাতন চাতালস্থ মেহগুনি বাগানের পূর্ব-দক্ষিন কোনে বৈদ্যুতিক খূঁটি সংলগ্ন গর্তের মধ্যেথেকে অস্ত্র গুলি উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত শাকিল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ওই ফাঁড়ীতে কর্মরত এক এসআই গোপন সূত্রে জানতে পারেন রুপদিয়া বাজার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী,চাঁদাবাজ দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য জনসাধারনের মধ্যে ভীতি ও ত্রাসসৃষ্টি করার চেষ্টা করছে।

ওই সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫ টার পর ওই বাজারে বাসস্ট্যান্ডে উপস্থিত হলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি আত্মগোপন করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উল্লেখিত স্থান থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়।