যশোর বাদশাহ ফয়সল ইন্সটিটিউটের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার কাল

jessore map

বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ) নিউটাউন যশোরের আয়োজনে বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী ৩৪তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিকেল ৩ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, যশোর জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজম, প্রেসক্লাব যশোরে সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান,সদর উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ),নিউটাউন যশোরে সভাপতি এহসানুর রহমান লিটু।