যশোরে বার্মিজ চাকুসহ চার সন্ত্রাসী গ্রেফতার

jessore atok map

যশোর খুলনা মহাসড়কের চাউলিয়াস্থ রাজ ষ্টোর এর দোকানের সামনে কতিপয় উঠতি বয়সের যুবকেরা মিলিত হয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করার অভিযোগে চার সন্ত্রাসীকে দুইটি ষ্টিলের বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় শুক্রবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে।

মামলাটি করেন,নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হাচান। আসামীরা হচ্ছে,যশোর শহরের রেলরোড (ফুড গোডাউন অফিসের পাশে চার খাম্বার মোড়ের মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম,বেজপাড়া নলডাঙ্গা রোডের আকতার হোসেনের ছেলে আনিস রহমান,বেজপাড়া চোপদার পাড়ার তোতা গাজীর ছেলে রাজু গাজী ও সদর উপজেলার শেখহাটি জামরুলতলার আল আমিনের ছেলে ফিরোজ হোসেন। শনিবার ২৫ ফেব্রুয়ারী গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় এসআই নাজমুল হাচান উল্লেখ করেন,শুক্রবার ২৪ ফেব্রুয়ারী বাদিসহ একদল পুলিশ নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালানোর সময় গোপন সূত্রে খবর পান চাউলিয়া নামক এলাকার রাজ ষ্টোর এর দোকানের সামনে ফুটপাতের উপর কতিপয় উঠতি বয়সের যুবকেরা একত্রে মিলিত হয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উঠতি বয়সের সন্ত্রাসীরো পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তাদেরকে গ্রেফতার করলে জাহিদুল ইসলামের হাতে ও ফিরোজ হোসেনের ডান হাতে প্রদর্শিত অবস্থায় ষ্টীলের দুইটি বার্মিজ চাকু উদ্ধার করে। পরে তাদেরকে থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা দেন।