যশোরে পৃথক অভিযান মাদকসহ গ্রেফতার-৮

jessore atok map

কোতয়ালি মডেল থানা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি),ফুলবাড়ী,উপশহর পুলিশ ক্যাম্প ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে প্রায় তিন কেজি গাঁজা,ইয়াবা ও ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় স্বামী স্ত্রী ও ছেলের বউসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের বর্তমানে যশোর শহরের চাঁচড়া (পুলিশ ফাঁড়ির পিছনে) শাহজাহান আলীর ছেলে ইমামুল হোসেন,সদর উপজেলার গহেরপুর ঋষিপাড়া খাজুরা বাজার লেবুতলা) মাখন কুমারের ছেলে সাধন কুমার,সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের শাহাবার হোসেনের ছেলে শাহিদ হোসেন,শহরের খড়কী সার্কিট হাউজপাড়া) বাবলু মোড়লের ছেলে আব্দুর রহমান সাগর,সদর উপজেলার খোলাডাঙ্গা গাজী পাড়ার রুহুল আমিন খোকনের ছেলে আবিদ হাসান,সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে আরিফুল বিশ্বাস,সদর উপজেলার গহেরপুর (ঋষিপাড়া খাজুরা বাজার নিরঞ্জন কুমার ঋষির স্ত্রী ও মৃত নীলমতির মেয়ে ভানুমতি ও একই গ্রামের মৃত পুটিরাম ঋষির ছেলে নিরঞ্জন কুমার ঋষি একই এলাকার মিলনের স্ত্রী মালা। এ ঘটনায় মাদক আইনে আলাদা আটটি মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল সূত্রে জানাগেছে,সোমবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে সদর উপজেলার গহেরপুর ঋষিপাড়াস্থ মিলনের স্ত্রী মালার বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অভিযান চালায়। এসময় মিলন পালিয়ে গেলেও তার স্ত্রী মালাকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ২৭ ফেব্রুয়ারী রাত পৌনে ৯ টায় সদর উপজেলার গহেরপুর গ্রামের মোহাম্মদ আলীর চায়ের দোকানের সামনে হতে গহেরপুর ঋষিপাড়ার নিরঞ্জন কুমার ঋষিকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে গহেনপুর ঋষিপাড়ার নিরঞ্জন কুমার ঋষির স্ত্রী ভানুমতিকে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এসময় নিরঞ্জন কুমার ঋষি পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করেন।

কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার ২৭ ফেব্রুয়ারী রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের খড়কী ষ্টেডিয়ামপাড়াস্থ জনৈক ফারুক এর চায়ের দোকানের উত্তর পাশ থেকে আরিফুল বিশ^াসকে ২শ’ গ্রাম গাঁজাসহ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার ২৭ ফেব্রুয়ারী রাত পৌনে ৯ টায় সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ফারুক হোসেনের সুমাইয়া ষ্টোর নামীয় মুদি দোকানের বিপরীত পাশে অবস্থানরত অবস্থায় আবিদ হাসানকে ১ হাজার পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

কোতয়ালি থানা পুলিশ সোমবার ২৭ ফেব্রুয়ারী রাতে শহরের খড়কী শামসুল হুদা ষ্টেডিয়ামের মেইন গেটের সামনে থেকে আব্দুর রহমান সাগরকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে সদর উপজেলার তরফ নওয়াপাড়া গামের তমালতলা শফিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন তমাল গাছেন নীচ হতে শাহিদ হোসেনকে ৫১পিস ইয়াবা ট্যাবলেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার বিকেলে সদর উপজেলার গহেরপুর ঋষি পাড়ার মাখন কুমারের বাড়িতে অভিযান চালিয়ে সাধন কুমারকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া, কোতয়ালি থানা পুলিশ সোমবার ২৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় শহরের খাড়কী ষ্টেডিয়ামপাড়া ১নং গেটের সামনে খড়কী ইমামুল হোসেনকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করা হয়েছে।