যশোরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে দুই সন্ত্রাসী গ্রেফতার

শহরের এম এম আলী মোড়স্থ চিত্রার মোড়ের সূর্যমুখী ফুল ঘরের সামনে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টির অভিযোগে পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে একটি চাইনিজ চাকু উদ্ধার করে। এ ঘটনায় বুধবার ২২ মার্চ রাতে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী এলাকার আব্দুল মাজেদ এর ছেলে সাকলাইন সরদার ও শহরের খড়কী (দক্ষিণপাড়া) এলাকার আজিম গোলদারের ছেলে সজিব হোসেন তামিম। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ২৩ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান,বুধবার ২২ মার্চ কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌর পার্ক এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের এমএম আলী রোডস্থ চিত্রা মোড়স্থ সূর্যমুখী ফুল ঘরের সামনে কতিপয় উঠতি বয়স্ক/ যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮ টায় উল্লেখিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উঠতি বয়সের যুবকেরা পালানোর চেষ্টার এক পর্যায় সাকলাইন সরদার ও সজিব হোসেন তামিমকে আটক করে। সাকলাইন সরদারের দেহ তল্লাশীকালে তার পরিহিত ফুল প্যান্টের সামনে ডান পকেট থেকে ১টি চাইনিজ চাকু উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি থানা এনে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দেন। বৃহস্পতিবার ২৩ মার্চ দুপুরে গ্রেফতারকৃতদের আদারতে সোপর্দ করেন।#